Ananda Sakal I: নন্দীগ্রাম কাণ্ডে নির্বাচন কমিশনের বেনজির পদক্ষেপ, সঙ্গে অন্য খবর
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহাওড়ার (Howrah) ডোমজুড় বিধানসভার সুকান্তনগরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ (TMC-BJP Clash)। এই সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। গতকাল সন্ধেতে বিজেপির একটি অনুষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেখান থেকেই গণ্ডগোলের সূত্রপাত। আহতদের তৎক্ষণাৎ স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা করা হয়। ২ জনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে নিউ ব্যরাকপুরে (New Barrackpore) বিলকান্দায় বিজেপি কর্মীর পণ্যবাহী গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। স্বামী কেন বিজেপি (BJP) করে, এই প্রশ্ন তুলে ওই বিজেপি কর্মীর স্ত্রীর ওপর হামলা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় আটক কয়েকজন তৃণমূল কর্মী। যদিও ঘটনায় রাজনৈতিক যোগ অস্বীকার করেছে তৃণমূল। এদিকে নন্দীগ্রামে (Nandigram) গিয়ে আহত মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। কড়া পদক্ষেপ কমিশনের (Election Commission)। সাসপেন্ড করা হল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায় (Vivek Sahay)। অপসারিত পূর্ব মেদিনীপুরের জেলাশাসক (DM) বিভু গোয়েল, সাসপেন্ড করা হল পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারও (SP) প্রবীণ প্রকাশকেও। গত বুধবার নন্দীগ্রামে আহত হন মুখ্যমন্ত্রী তথা নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনা নিয়েই নির্বাচন কমিশনকে রিপোর্ট দেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapon Banerjee)। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক এবং পুলিশ সুপারের কাছ থেকে তথ্য নিয়ে রিপোর্ট দেন নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে এবং বিশেষ সাধারণ পর্যবেক্ষক অজয় নায়েক।