আজ ফের প্রার্থী-তালিকা নিয়ে বৈঠকে বিজেপির কোর কমিটি, নজরে আজকের গুরুত্বপূর্ণ খবর
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপদ্মে ফের গ্ল্যামারের ছোঁয়া। বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পর এবার বিজেপিতে যোগ দিলেন টালিগঞ্জের অভিনেত্রী শ্রাবন্তী। আজ প্রার্থীদের নামের তালিকা নিয়ে বিজেপির (BJP) কোর কমিটির বৈঠক রয়েছে। দিল্লিতে পাঠানো হবে খসড়া তালিকা, সেখান থেকে সবুজ সংকেত এলে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, জানালেন রাজ্যের বিজেপির দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijaybargiya)। অন্যদিকে পুলিশের গাড়ির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু। গুরুতর জখম বাইক আরোহীর সঙ্গীও। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে আসানসোল (Asansol) দক্ষিণ থানা সংলগ্ন এলাকায়। গুরুতর আহত অবস্থায় আরোহী দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে বাইক আরোহীকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করেন এলাকার উত্তেজিত জনতা। তবে কীভাবে ঘটনাটি ঘটল তা তদন্তাধীন। এদিকে আজ সকাল থেকে শহরজুড়ে ঘন কুয়াশার দাপট। যার প্রভাব পড়েছে বিমান চলাচলে। সকালে কলকাতা বিমানবন্দরে দৃশ্যমানতা ২৫ মিটারের নীচে নেমে যাওয়ায় দেরিতে ওঠা-নামা করছে বিমান। তবে এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক। বসন্তের দখিনা বাতাসে বেলা বাড়লেই ক্রমশ উষ্ণ হচ্ছে। আগামী ২ দিন তাপমাত্রা আরও চড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মার্চের শুরুতেই সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছুঁয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।