Ananda Sakal I: গরু-কয়লা পাচার কাণ্ডে এবার রাজ্যের ইন্সপেক্টর ও ডিএসপি পদমর্যাদার ৬ অফিসারকে সিবিআই নোটিস, সঙ্গে আরও খবর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Jan 2021 10:33 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ভাল আছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। হাসপাতাল সূত্রে খবর, রাতে ভাল ঘুম হয়েছে বোর্ড সভাপতির। শরীরের সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে। অন্যদিকে কয়লা (coal smuggling) ও গরুপাচারকাণ্ডে (cow smuggling)তৎপর সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, তাদের নজরে রয়েছে রাজ্য পুলিশের ইন্সপেক্টর ও ডিএসপি (DSP) পদমর্যাদার ৬ অফিসার। আজই পাঠানো হয়েছে নোটিস। চলতি সপ্তাহেই ওই পুলিশ আধিকারিকদের তলব করা হয়েছে। পাশাপাশি আজ সারদা মায়ের (Maa Sarada) ১৬৮-তম জন্মতিথি। রামকৃষ্ণ মঠ ও মিশনের (Ramakrishna Mutt and Missions) সমস্ত কেন্দ্রেই এই দিনটি পালিত হচ্ছে। আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। করোনা আবহে এবার ভক্তশূন্য কলকাতার বাগবাজারে মায়ের বাড়ি। তবে বিশেষভাবে পালিত হচ্ছে দিনটি।