শহরে ১০ বছরের বালিকার 'শ্লীলতাহানি', সঙ্গে আরও খবর Ananda Sakal I এ
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ সকালে উত্তর কলকাতায় একটি রোড শোয়ের আয়োজন করে বিজেপি (BJP)। যার একেবারে সামনের সারিতে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সিমলা স্ট্রিটে (Simla Street) চা চক্রের আগে আজ রোড শো করেন দিলীপ ঘোষ। ঢাক বাজিয়ে, অসংখ্য রঙবেরঙের বেলুন নিয়ে রোড শো করেন এই বিজেপি নেতা। রোড শো'র পর মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কটাক্ষ করে তিনি বলেন, "ঝাড় তো একটাই, বাঁশ আলাদা। বাংলার মানুষ ভাবুন কাদের ক্ষমতায় বসিয়েছিলেন।" এদিকে একুশের বিধানসভা ভোটে বাংলায় ২০০টি আসন জয়ের লক্ষ্যমাত্রা ঠিক করে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। এই প্রেক্ষাপটে ভোটের মুখে বাংলায় প্রথম রাজনৈতিক সভা থেকে বাংলায় বিজেপি ক্ষমতায় এলে প্রথম ক্যাবিনেট বৈঠকের পরই রাজ্যে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা দ্রুত প্রয়োগের কথা ঘোষণা করলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর এই পরিস্থিতিতে ফের একবার উস্কে গিয়েছে কেন্দ্র-রাজ্য প্রকল্প সংঘাতের ইস্যু। অন্যদিকে রিজেন্ট পার্ক এলাকার টালিগঞ্জে কেওড়াপুকুরে ১০ বছরের বালিকার শ্লীলতাহানির অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তকে গতকাল গভীর রাতেই নিজেদের হেফাজতে নিয়েছে রিজেন্ট পার্ক থানার পুলিশ (Regent Park Police Station)।