Ananda Sakal I: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু সাগর দত্ত মেডিক্যালের অধ্যক্ষার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Dec 2020 10:42 AM (IST)
একদিনে তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণা।
জানুয়ারিতে ৩ শতাংশ DA পাবেন সরকারি কর্মীরা। করোনা RTPCR টেস্টের জন্য দিতে হবে মাত্র ৯৫০ টাকা। অনলাইন ক্লাসের জন্য হায়ার সেকেন্ডারি, মাদ্রাসার সাড়ে ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাব দেবে সরকার।
করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল Sagar Dutta Medical College and Hospital-র অধ্যক্ষা হাসি দাশগুপ্তের। Corona-য় মৃত্যু জলপাইগুড়ির এক চিকিৎসকেরও। কোভিড মুক্তির পর হঠাৎ শারীরিক অবস্থার অবনতি। মৃত্যু কলকাতার এক চিকিৎসকেরও।