Ananda Sakal I: আর মাত্র ১০ দিন পরই জরুরি ভিত্তিতে Corona Vaccine প্রয়োগের সম্ভাবনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Jan 2021 10:29 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
আজ হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, রাতে ভালো ঘুম হয়েছে সৌরভের। তাঁর শারীরিক অবস্থা একদম স্বাভাবিক। আজ ফের সৌরভের ECG করা হবে। অন্যদিকে আজ পুরুলিয়ায় চা চক্রে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) তৃণমূলকে কটাক্ষ করে বলেন, "তৃণমূলে কখনোই সুর ছিল না।" পাশাপাশি তিনি বলেন, "শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee) এখনও আমাদের সুরের সঙ্গে সুর মেলাতে পারেননি, পারলেই সব ঠিক হয়ে যাবে।" পাশাপাশি ৯ মাস ধরে করোনার বিরুদ্ধে ধৈর্য ধরে লড়াইয়ের পর, মঙ্গলবার মিলল স্বস্তি। দেশে যেদিন দৈনিক করোনা (Corona) আক্রান্তের সংখ্যা সর্বনিম্ন, সেদিনই ১০ দিনের মধ্যে জরুরি ভিত্তিতে করোনার ভ্যাকসিন (Corona Vaccine) দেওয়ার পরিকাঠামো তৈরি রয়েছে বলে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব।