New Delhi Station: 'দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু', চাঞ্চল্যকর দাবি লেফটেন্যান্ট গর্ভনরের

Delhi train station stampede: মহাকুম্ভে যাওয়ার জন্য ভিড়, নয়াদিল্লি স্টেশনে কয়েকজন অসুস্থ। নয়াদিল্লি স্টেশনে ভিড়ে চাপে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি! প্রয়াগরাজ যাওয়ার জন্য ভিড়ের চাপে কয়েকজন যাত্রী অসুস্থ। ২টি ট্রেন দেরিতে আসায় উপচে পড়া ভিড়, কয়েকজন অসুস্থ। 

জীবনতলায় 7 MM পিস্তলের ১৯০ রাউন্ড কার্তুজ-সহ ৪ জন গ্রেফতার 

 

বারুদের স্তূপে দক্ষিণ ২৪ পরগনা! জীবনতলায় গুলির ভাণ্ডার ! বজবজে অস্ত্র-বোমার তাণ্ডবের পরে জীবনতলায় গুলির পাহাড় ! জীবনতলায় 7 MM পিস্তলের ১৯০ রাউন্ড কার্তুজ-সহ ৪ জন গ্রেফতার। অস্ত্র কারবারীদের হাতে অর্ডন্যান্স ফ্যাক্টরিতে তৈরি ১৯০ রাউন্ড কার্তুজ ! ধৃত ৪ জনের মধ্যে ১ জন বিবাদী বাগের অস্ত্র দোকানের কর্মী ! অস্ত্রের দোকান থেকে গুলি কীভাবে বেআইনি অস্ত্রের কারবারীদের হাতে ? বেঙ্গল STF-এর অভিযান, ১২ রাউন্ড গুলি-সহ ডাবল ব্যারেল বন্দুকের হদিশ !

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola