Ananda Sakal I: একদিকে কৃষকদের ডাকা Bharat Bandh, অন্যদিকে BJP-র উত্তরবঙ্গ বনধ, দেখে নিন রাজ্যের নানা প্রান্তের ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Dec 2020 09:35 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকৃষি আইনের প্রতিবাদে আজ দেশজুড়ে ধর্মঘটের ডাক কৃষক সংগঠনগুলির। মধ্যমগ্রামে পথে নেমেছে বিভিন্ন বাম সংগঠন। যাদবপুর এইট বি বাসস্ট্যান্ডের কাছে বাম সংগঠনগুলির জমায়েত। যশোর রোড অবরুদ্ধ। রাস্তায় বসেছেন বাম সমর্থকরা। গাড়ি আটকে তারা অবরোধ করেন। এরপর বাম সংগঠনগুলির রেল অবরোধ কর্মসূচি রয়েছে বলে জানা যাচ্ছে। আজকের এই বনধে মূলত যে দাবিটিকে সামনে রাখা হয়েছে তা হল, যে তিনটি কৃষি আইন লাগু করেছিল মোদি সরকার, তা অবিলম্বে বাতিল করতে হবে। অন্যদিকে বাঁকুড়া শহরে সরকারি বাস রাস্তায় নামলেও যাত্রীসংখ্যা অনেকটাই কম। আজ BJP-র ডাকা ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বনধ। Siliguri-তে সরকারি বাস না চলার ফলে সমস্যায় পড়েছেন যাত্রীরা। অন্যদিকে পুরাতন মালদার মঙ্গলবাড়িতে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে।