Kolkata News: কলকাতায় সোনার দোকানে লুঠের চেষ্টা, প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। ABP Ananda live
Kolkata Update: এবার খাস কলকাতায় ভরা বাজারে সোনার দোকানে লুঠের চেষ্টা! মুকুন্দপুরে সোনার দোকানে লুঠের চেষ্টা, বাধা দিলে মালিকের গলায় কোপ। লুঠে বাধা দিলে সোনার দোকানের মালিকের ওপর হামলা, পাকড়াও ২ দুষ্কৃতী। আশঙ্কাজনক অবস্থায় মুকুন্দপুরের হাসপাতালে ভর্তি আক্রান্ত দোকান মালিক।
লটারির মাধ্য়মে বিপুল অঙ্কের কালো টাকা সাদা হয়েছে, এই অভিযোগের ম্যারাথন তল্লাশিতে নেমেছে ইডি। লাগাতার ৩ দিন ধরে চলছে তল্লাশি। ED সূত্রে দাবি, ম্য়ারাথন তল্লাশিতে প্রায় ৯ কোটি নগদের হদিশ মিলেছে। লটারি কেলেঙ্কারিতে বিপুল টাকা উদ্ধার ও প্রভাবশালী-যোগের অভিযোগে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। উত্তর ২৪ পরগনার সোদপুর মোড়ের নামকরণ করতে হবে তিলোত্তমা মোড়। এই দাবিকে সামনে রেখে আগামী এক মাস ধরে এক লক্ষ সই সংগ্রহ করবে সিপিএমের ছাত্র সংগঠন SFI। আর এই সই সংগ্রহ অভিযানে প্রথম সইটি করলেন নিহত চিকিৎসকের মা এবং বাবা। রবিবার আর জি কর-কাণ্ডের ১০০ দিন পূর্ণ হচ্ছে। তার আগে এদিন নিহত চিকিৎসকের বাড়িতে যান SFI-এর উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্যরা। তাঁরা দীর্ঘক্ষণ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।