ভক্তসমাগম ছাড়াই কল্পতরু উৎসব কাশীপুর উদ্যানবাটীতে, কেমন কাটছে নতুন বছরের প্রথম দিন? দেখুন Ananda Sakal I
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Jan 2021 11:31 AM (IST)
বিদায় ২০২০, স্বাগত ২০২১। নিয়ন্ত্রিত উচ্ছ্বাসের মধ্যে দিয়ে নতুন বছরকে স্বাগত৷ বিশ্বজুড়ে ছবিটা একই৷ পিছিয়ে নেই তিলোত্তমাও। পার্ক স্ট্রিট থেকে শুরু করে ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, নিক্কো পার্ক -- বর্ষবরণের আমেজে গা ভাসিয়েছেন অনেকেই। আনন্দের আঁচ থেকে গা বাঁচিয়ে করোনা আবহেও ঘরে থাকতে পারেননি তাঁরা। তবে এই করোনা আবহে দিল্লি ও মুম্বইতে চেনা ছবি দেখা যায়নি। বর্ষবরণের রাতে দিল্লি ও মুম্বইতে সংক্রমণ ঠেকাতে জারি ছিল নাইট কার্ফু। একুশের সকালে বারাণসীর ঘাটে গঙ্গারতি হল। তবে করোনা আবহে ঘাট ছিল ফাঁকাই। পাশাপাশি আজ কল্পতরু উৎসব। সকাল থেকেই উৎসবের আবহ কাশীপুর উদ্যানবাটিতে। সকালে মঙ্গলারতির পর এখন হচ্ছে ভক্তিগীতি। করোনা আবহে যেমন সবকিছুতেই ছেদ পড়েছে, তেমন ছেদ পড়েছে কাশীপুর উদ্যানবাটিতে ভক্ত সমাগমেও। ভক্ত সমাগম ছাড়াই আজ উৎসব উদ্যানবাটিতে। সারাদিনব্যাপী চলবে পূজার্চনা।