Ananda Sakal I: আদালতের নির্দেশ মেনে কীভাবে এবছরের Chhath Puja? শহরের দুই Sarovar থেকে দেখে নিন এক ঝলকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Nov 2020 10:10 AM (IST)
জাতীয় পরিবেশ আদালতের রায়ই বহাল। Rabindra Sarovar-এ করা যাবে না Chhath Puja। KMDA-র আবেদনের মামলায় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রবীন্দ্র সরোবর। গেটে ঝুলছে তালা। এছাড়াও, বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে ঘিরে দেওয়া হয়েছে গেটগুলি। বিভিন্ন গেটে পুলিশ মোতায়েন করা হয়েছে। রয়েছেন অ্যাসিন্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা। সরোবরে প্রাতর্ভ্রমণকারীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তাঁরা প্রশাসনিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে Subhas Sarovar-ইয়েও কড়া নিরাপত্তা।