সকালের সেরা খবর Ananda Sakal : রাজ্যে এখনই কেন্দ্রীয় বাহিনী চান কৈলাস, সঙ্গে আবহাওয়ার খবর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Dec 2020 10:13 AM (IST)
BJP নেতা খুনে অশান্ত হালিশহর (Halisahar)। বীজপুর (Bijpur) থানায় বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। ব্যারিকেড ভেঙে থানায় ঢোকার চেষ্টা বিজেপি কর্মীদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের ১৪ দিনের জেল হেফাজত।
'এখনই বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক।' ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই দাবি কৈলাসের (Kailash Vijayvargiya)। গুরুত্ব দিতে নারাজ TMC। রাষ্ট্রপতি শাসনের দাবি মুকুলের। 'তৃণমূল সরকার সংখ্যাগরিষ্ঠ', পাল্টা জবাব সৌগতর।
পাশাপাশি, আপাতত কুয়াশার দাপটে উধাও শীতের আমেজ। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। জেলাগুলিতে তাপমাত্রা রয়েছে ১৫ ডিগ্রির নিচেই। তবে সপ্তাহান্তে নামতে পারে পারদ, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।