Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Ananda Sakal I: করোনা আবহে এবছর প্রজাতন্ত্র দিবসে মাত্র ২৫ হাজার দর্শকাসন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Jan 2021 10:31 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
দেশজুড়ে আজ পালিত হচ্ছে ৭২তম প্রজাতন্ত্র দিবস (Republic Day)। প্রতিবার এই দিনটিকে ঘিরে দিল্লির রাজপথে যে জাঁকজমক দেখা যায়, করোনা আবহে এবার তা অনেকটাই ফিকে। গত ৫৫ বছরে এই প্রথম প্রজাতন্ত্র দিবসে থাকছেন না কোনও বিদেশি অতিথি। অনুষ্ঠানে মাত্র ২৫ হাজার দর্শকাসনের ব্যবস্থা করা হয়েছে। প্যারেডের আয়োজন করা হলেও, শারীরিক দূরত্ব বজায় রেখে হবে কুচকাওয়াজ।
অন্যদিকে কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে আজ প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে ট্র্যাক্টর র্যালি করবেন কৃষকরা। রুট বদলে দিয়েছে দিল্লি পুলিশ। দেওয়া হয়েছে একাধিক শর্ত। তা সত্ত্বেও সিঙ্ঘু, টিকরি এবং গাজিপুর সীমানা থেকে ৫ হাজার ট্র্যাক্টরের মিছিল দেখা যাবে দিল্লির রাজপথে। বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিছিলের অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি প্রজাতন্ত্র দিবসের সকালেই গৃহহীন বেশ কয়েকটি পরিবার। শহরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা। সকাল সাড়ে ৫টা নাগাদ আগুন লাগে কড়েয়ার (Karea) একটি গোডাউনে।
অন্যদিকে কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে আজ প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে ট্র্যাক্টর র্যালি করবেন কৃষকরা। রুট বদলে দিয়েছে দিল্লি পুলিশ। দেওয়া হয়েছে একাধিক শর্ত। তা সত্ত্বেও সিঙ্ঘু, টিকরি এবং গাজিপুর সীমানা থেকে ৫ হাজার ট্র্যাক্টরের মিছিল দেখা যাবে দিল্লির রাজপথে। বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিছিলের অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি প্রজাতন্ত্র দিবসের সকালেই গৃহহীন বেশ কয়েকটি পরিবার। শহরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা। সকাল সাড়ে ৫টা নাগাদ আগুন লাগে কড়েয়ার (Karea) একটি গোডাউনে।