Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
আনন্দ সকাল (১): বিধানসভা ভোটের আগে বাড়ছে বাগযুদ্ধের বহর, একঝলকে রইল যাবতীয় চাপান উতোর
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই চড়ছে রাজনৈতিক বাগযুদ্ধের পারদ। বাংলাকে গুজরাত বানাব। বারাসাতে চায়ে পে চর্চায় গিয়ে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। গুজরাতে যা হয়েছিল, এখানে হতে দেব না। পাল্টা ফিরহাদ হাকিম। গত লোকসভা নির্বাচনের ফলের নিরিখে, উত্তর ২৪ পরগনার ৩৩টি বিধানসভা আসনের মধ্যে ২১টিতে তৃণমূল এবং ১১টিতে বিজেপি এগিয়ে। আসন্ন ভোটে খাদ্যমন্ত্রীকে ভোটে হারানোর চ্যালেঞ্জ দিলীপের। তেত্রিশ-শূন্য হবে উত্তর ২৪ পরগনায়। পাল্টা জ্যোতিপ্রিয় মল্লিক। পাশাপাশি বছর গড়ালেই একুশের বিধানসভা ভোট। রণকৌশল ঠিক করতে রাজ্যে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। একই সঙ্গে কলকাতায় এলেন মোদি-অমিত শাহর আরেক সেনাপতি সুনীল দেওধর। আজ রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক। সোমবার কলকাতায় পা রেখেই কার্যত হুঙ্কার দিলেন বিজেপির আইটি সেলের প্রধান তথা এরাজ্যে নব-নিযুক্ত বিজেপির সহ-পর্যবেক্ষক অমিত মালব্য। এর আগে সম্প্রতি রাজ্যে এসে দলের সামনে টার্গেট বেঁধে দিয়ে গেছেন অমিত শাহ।