অফিস টাইমে আজ প্রায় ১০০ শতাংশ লোকাল, হাওড়া-শিয়ালদার পরিস্থিতি বদলালো কি? দেখুন আনন্দ সকালে (১)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ লোকাল ট্রেন চালু হওয়ার তৃতীয় দিন। আজ থেকে অফিস টাইমে প্রায় ১০০ শতাংশ লোকাল চালাবে পূর্ব রেল। রাজ্যের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত। ইতিমধ্যেই শিয়ালদা স্টেশনে ভিড় বাড়তে শুরু হয়েছে। ট্রেন বাড়লেও চেনা ভিড়ই চোখে পড়ছে সকাল বেলাতেও। আবার অন্যদিকে আপ কাটোয়া লোকালের কামরায় সামাজিক দুরত্ব বজায় রাখতে দেখা যায়নি। তাঁদের কথায়, ‘অনেকটা দূর যাব, দাঁড়িয়ে যাব কী করে?’ তবে অফিস টাইমে ট্রেন বাড়লে কোনও সুরাহা হয় কিনা, তাই এখন দেখার। অন্যদিকে আদালতের নির্দেশ উপেক্ষা করে বেলুড়ের বহুতল আবাসনে চলছিল বাজি ফাটানো। অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ, জখম ৭। ঘটনায় গ্রেফতার ৫ আবাসিক। পুলিশ সুত্রে খবর, বেলুড়ের ওই আবাসনে বাজি ফাটানোর কথা জানতে পেরে গতকাল রাত ৯টা নাগাদ হানা দেয় বালি থানার পুলিশ। বাজি বাজেয়াপ্ত করার পর কয়েকজনকে আটক করা হয়। অভিযোগ, সেই সময়ে পুলিশকর্মীদের ওপর চড়াও হন বাসিন্দারা। দুজন পুলিশকর্মীর অবস্থা আশঙ্কাজনক। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে।