আনন্দ সকাল (১): গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের জালে বিএসএফ কমান্ডান্ট, করোনায় বিশ্বজুড়ে বাড়ল সুস্থতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Nov 2020 09:34 AM (IST)
সাত ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গরুপাচার কাণ্ডে গ্রেফতার বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার। সিবিআই সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছিলেন তিনি।
অন্যদিকে বিশ্বে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু, সংক্রমণ। বাড়ল দৈনিক সুস্থতার সংখ্যাও। করোনায় এখনও পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ১৩ লক্ষ ৩৬ হাজার ৬৭০ জনের। আক্রান্ত ৫ কোটি ৫৫ লক্ষ ৪৭ হাজার ৮৩৬। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩ হাজার ৫৭৭ জনের।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ২১ হাজার ৬৩। তবে এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৫৬ লক্ষ ৪৪ হাজার ৯৫৮। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ লক্ষ ৩৪ হাজার ৬৮৫। আমেরিকা ও ব্রাজিলে করোনা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। আমেরিকায় দৈনিক মৃত্যু বাড়লেও, কমল আক্রান্তের সংখ্যা।