Ananda Sakal I: 'ভালো আছেন দাদা', বললেন ডোনা, আগামীকাল আসছেন চিকিৎসক দেবী শেট্টি, সঙ্গে অন্য খবর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Jan 2021 10:33 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
আসানসোলের হীরাপুরে শ্যুটআউট। আসানসোলে BJP-র রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের ওপর হামলা। রবিবার রাতে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়কে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। এর মধ্যে দুটি গুলি গাড়িতে লাগে। যদিও তা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য রক্ষা পান। অন্যদিকে ভালো আছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। নতুন করে কোনও শারীরিক জটিলতা দেখা যায়নি। সমস্ত প্যারামিটার নিয়ন্ত্রণেই রয়েছে। তবে আগামীদিনে কোন পদ্ধতিতে চিকিৎসা হবে মহারাজের, তা ঠিক করতে আজ সকাল সাড়ে ১১টার সময় বিশেষজ্ঞ দলের বৈঠক রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল চিকিৎসক দেবী শেট্টি আসার পরই নেওয়া হবে বলে জানা যাচ্ছে হাসপাতালের তরফে। পাশাপাশি খিদিরপুর থেকে রাজ্য দফতর পর্যন্ত শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের (Baishakhi Banerjee) রোড-শো-র অনুমতি দিল না পুলিশ। তবে রোড শো-তে অনড় বিজেপি। এপ্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানান, "কর্মসূচি যখন ঠিক হয়েছে, তা হবেই। পুলিশের অনুমতি চাইতে গেলে পুলিশ দেবে না। তাহলে অনুমতি নেওয়ার দরকার কি আছে? তৃণমূলের লোকেরা অনুমতি নেয় নাকি?"