CVAnandaBose:নিজের হাতেই নিজের মূর্তির উদ্বোধন,বিতর্কের মুখে মূর্তি সরিয়ে তদন্তের নির্দেশ রাজ্যপালের

ABP Ananda Live: নিজের মূর্তি বিতর্কে এবার তদন্ত কমিটি গঠন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, প্রোটোকল ভেঙে কীভাবে ওই মূর্তি ওখানে বসানো হয় সেই তদন্ত করবে কমিটি। শনিবার রাজভবনে উন্মোচন হয় রাজ্য়পাল সি ভি আনন্দ বোসের এই মূর্তি। মূর্তির পাশে দাঁড়িয়েছিলেন খোদ রাজ্য়পালই!নানা মহলে প্রশ্ন ওঠে, রাজ্য়পাল নিজেই নিজের মূর্তি উন্মোচন করছেন! এ আবার কী করে সম্ভব!বিতর্ক শুরু হতে রবিবার প্রথমে রাজভবনের তরফে দাবি করা হয়, মূর্তিটি উপহার পেয়েছেন।

 

তৃণমূলে প্রচুর বদল, দলে গুরুত্ব আরও বাড়ল প্রবীণ নেতাদের । দিল্লিতে মুখপাত্র অভিষেক, শৃঙ্খলারক্ষা কমিটিতে অরূপ-ববি-কল্যাণ । ডায়মন্ড হারবারে অভিষেকের ডক্টর্স মিটের দিনই 'অপরাজিতা বিল' নিয়ে রাস্তায় । বারবার বেফাঁস মন্তব্য করে দলে বিড়ম্বনায় ফেলা নিয়েও কড়াকড়ি । একটির বদলে এবার তৃণমূলে ৩টি শৃঙ্খলারক্ষা কমিটি । সাংসদ, বিধায়ক থেকে দলের সাধারণ নেতা-কর্মী-৩টি শৃঙ্খলারক্ষা কমিটি । শৃঙ্খলারক্ষার কোনও কমিটিতে নেই, দিল্লিতে সংসদ-বিষয়ে বলতে পারবেন অভিষেক । জাতীয় কর্মসমিতি ছাড়া শুধু দিল্লিতে জাতীয় মুখপাত্র হিসেবে থাকবেন অভিষেক । তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য সংখ্যা ২২ থেকে বেড়ে হল ২৭ । দলের নতুন প্রজন্মকে মমতা-মুখী করতে বিশেষ কর্মসূচি তৃণমূলের

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola