Ananda Sakal I: শুভেন্দুর পদত্যাগের পরই একে একে তৃণমূল বিমুখ হচ্ছেন একের পর এক সাংসদ-বিধায়ক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিধানসভা ভোটের আগে তৃণমূলে তোলপাড়। একজোট হচ্ছেন বিদ্রোহী সাংসদ ও বিধায়করা। মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করার কয়েক ঘণ্টার মধ্যেই শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে পশ্চিম বর্ধমানের জেলা তৃণমূলের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। তৃণমূল নেত্রী কোচবিহার ছাড়তে না ছাড়তেই দল ছাড়ার হুঁশিয়ারি কোচবিহারের দাপুটে নেতা তথা কোচবিহারের পুর প্রশাসক ভূষণ সিংহের। বুধবার সকালে বিদ্রোহের বিউগলটা বাজান বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল। দুপুরে সুর চড়ান জিতেন্দ্র তিওয়ারি, বিকেলে ইস্তফা খোদ শুভেন্দু অধিকারীর। এরপর সন্ধেয় সবাই এক জায়গায়, একসঙ্গে। এবার শুভেন্দুর সুদীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে কী মোড় আসবে, সেদিকেই নজর সকলের। অন্যদিকে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। পূর্বাভাস ছিল শুক্রবার থেকে নামবে পারদ কিন্তু দেখা যাচ্ছে আজ থেকেই নামতে শুরু করেছে পারদ। গতকালের থেকে ১ ডিগ্রি নেমেছে পারদ। তবে তাপমাত্রা এখনও স্বাভাবিকের থেকে ওপরেই রয়েছে। আগামীকাল থেকে আরও দ্রুত হবে পারদ পতন, জানানো হচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। শনি-রবিবার রাজ্যে জাঁকিয়ে শীত।