Ananda Sakal I: করোনা আবহে ICU-তে অর্থনীতি, বাজেটের পর বদলাবে ছবি? কী বলছেন সাধারণ মানুষ?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Jan 2022 11:09 PM (IST)
দ্বিতীয় মোদি সরকারের (Modi Government) দ্বিতীয় বাজেটে (Budget) মধ্যবিত্তদের জন্য মিলল না কোনও তাৎক্ষণিক সুরাহা। তবে দীর্ঘমেয়াদি সুফলের আশায় পরিকাঠামো ক্ষেত্রে বিপুল বরাদ্দ করা হয়েছে। করোনা (Corona) আবহে স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ বাড়ল প্রায় ১৩৭ শতাংশ। আয়কর কাঠামো বদলাল না। উল্টে দাম বাড়ল রোজ কাজে লাগে এমন বহু জিনিসের। তবে দীর্ঘমেয়াদি সুফলের আশায় পরিকাঠামো ক্ষেত্রে বিপুল বরাদ্দ করা হল। করোনাকালে আইসিইউতে চলে যাওয়া অর্থনীতির হাল ফেরাতে মোদি সরকার কী দাওয়াই দেয়, সেদিকে নজর ছিল গোটা দেশের। অন্যদিকে লালপাড় শাড়িতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Union Finance Minister) । মুখে রবীন্দ্রনাথ ঠাকুরের লাইন। বাজেটে বাংলার জন্য সড়ক উন্নয়নে বরাদ্দ। ভোটের কথা মাথায় রেখে কি বাজেটে বাংলার ছোঁয়া? বাজেট ঘিরে প্রশ্ন রাজনৈতিক মহলের। কিন্তু আসল প্রশ্ন হল, করোনা বিধ্বস্ত সাধারণ মানুষ বাজেট থেকে কী পেল। করোনা (Corona) মহামারীর জেরে লণ্ডভণ্ড হয়ে যাওয়া জীবন কবে ফিরবে স্বাভাবিক ছন্দে?
এদিকে এবছর গত ১০ বছরে শীতলতম ফেব্রুয়ারি। আজ ফেব্রুয়ারির দ্বিতীয় শীতলতম দিন। রাজ্যে ১৬টি জেলায় আজ শৈত্যপ্রবাহের সতর্কতা। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম।
এদিকে এবছর গত ১০ বছরে শীতলতম ফেব্রুয়ারি। আজ ফেব্রুয়ারির দ্বিতীয় শীতলতম দিন। রাজ্যে ১৬টি জেলায় আজ শৈত্যপ্রবাহের সতর্কতা। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম।