Ananda Sakal I: ‘যদি কোনও সিদ্ধান্ত নিই, ১৬ জানুয়ারি নেব', এবার শতাব্দী রায়ের ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Jan 2021 11:39 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
এবার বেসুরো তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায় (Shatabdi Roy)। বৃহস্পতিবার তৃণমূল সাংসদের ফ্যান ক্লাবের ফেসবুক পোস্ট ঘিরে জোর জল্পনা। পোস্টে তার নির্বাচনী কেন্দ্রের মানুষের প্রতি বার্তা দিয়েছেন শতাব্দী। যদিও ফেসবুক পোস্টের সত্যতা যাচাত করেনি এবিপি আনন্দ। ‘যদি কোনও সিদ্ধান্ত নিই, ১৬ জানুয়ারি নেব। শনিবার দুপুর দুটোয় জানাব। অনেকে প্রশ্ন তুলছেন, আমাকে কর্মসূচিতে দেখা যাচ্ছে না কেন? কেউ কেউ চায় না আমি আপনাদের কাছে যাই। সাংসদ পরে, অভিনেত্রী হিসেবে আগে থেকেই মানুষের ভালোবাসা।’ অন্যদিকে, "টেনশন দিলে বন্ধ হয়ে যাবে পেনশন। সাসপেনশনের জন্য অপেক্ষা করুন", বীরভূমে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। "মানুষ মেরে হাত-পা ভেঙে দেবে।" পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন অনুব্রত মণ্ডল। এদিকে উত্তরবঙ্গে ঘন কুয়াশা। দক্ষিণবঙ্গে শৈত্যপ্রবাহ। পৌষের শেষ দিনে প্রায় ২ ডিগ্রি নামল পারদ। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা রাজ্যে জাঁকিয়ে শীতের আবহ বজায় থাকবে। আগামী ৩ দিন এই পরিস্থিতিই বজায় থাকবে। রাজ্যের কয়েকটি জেলায় আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। উত্তরবঙ্গে দেখা যাবে কুয়াশার প্রকোপ।