সকালের সব সেরা খবর, আনন্দ সকাল (২): গরুপাচারকাণ্ডে চার BSF অফিসারকে নোটিস
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগরুপাচারকাণ্ডে ৪ বিএসএফ অফিসারকে নোটিস সিবিআইয়ের। নোটিস পাঠানো হল ডিআইজি পদমর্যাদার অফিসারকে। নোটিস ২ অ্যাসিন্ট্যান্ট কমান্ডান্ট ও ১ ডেপুটি কমান্ডান্টকেও। চলতি সপ্তাহেই ৪ জনকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইয়ের তরফে।
অন্যদিকে শিলিগুড়িতে শক্তি প্রদর্শনের পর ডুয়ার্সের বীরপাড়ার সভা থেকে বিনয় তামাঙ্গদের তীব্র আক্রমণ করলেন বিমল গুরুঙ্গ। পাল্টা বিনয় তামাঙ্গ দাবি করলেন, পাহাড়ে গুরুঙ্গ অপ্রাসঙ্গিক। সাড়ে তিন বছর পর রবিবার আলিপুরদুয়ারের বীরপাড়ায় সভা করেন বিমল গুরুঙ্গ। সেখান থেকে ১১৮ কিমি দূরে পাল্টা হুঙ্কার দেন GTA-র প্রাক্তন চেয়ারম্যান বিনয়।
পাশাপাশি উত্তপ্ত চারু মার্কেট থানা এলাকার গোবিন্দ ব্যানার্জি লেন। স্থানীয় সূত্রে পাওয়া এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। স্থানীয় সূত্রে জানা গেছে, কলকাতা পুরসভার ৮৯ নম্বর ওয়ার্ডের গোবিন্দ ব্যানার্জি লেনে প্রোমোটিং কে করবে, তা নিয়েই বিবাদের সূত্রপাত। স্থানীয় প্রোমোটারদের অভিযোগ, শনিবার বিকেলে শাবির আলি এলাকায় প্রোমোটিং করতে চায় বলে জানায়। তাতে আপত্তি জানানোয় তিনি স্থানীয় প্রোমোটারদের হুমকি দেন বলে অভিযোগ।'