Ananda Sakal II: Sudipta Sen-এর চিঠি বিতর্কে এবার তদন্তে নামছে CBI
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Feb 2021 12:01 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
বিধানসভা ভোটের মুখে Sudipta Sen-এর চিঠি বিতর্কে নতুন মোড়। জেলে থেকে লেখা চিঠিতে বিজেপি, তৃণমূল, সিপিএম ও কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে কোটি কোটি টাকা নেওয়ার অভিযোগ এনেছিলেন তিনি। এবার সেই চিঠি এল CBI-র হাতে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ও বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। শনিবার দিল্লি গিয়ে যোগ দেন বিজেপিতে। আর রবিবার রাত থেকেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে (Rajib Banerjee) জেড ক্যাটিগরির নিরাপত্তা দিল মোদি সরকার। জেড ক্যাটিগরির নিরাপত্তা (Z Category security) অনুযায়ী ২৪ থেকে ২৮ জন CRPF জওয়ান মোতায়েন থাকেন। থাকছেন কয়েকজন কম্যান্ডো। নেতৃত্বে ডেপুটি কমান্ডান্ট। এছাড়াও রাজীব বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন বুলেটপ্রুফ গাড়ি। 'রাজ্য বিজেপির জন্য যে পরিমাণ সেনা দেওয়া হয়েছে, কাশ্মীরের সীমান্তে এবার সেনা কম পড়বে', কটাক্ষ কুণাল ঘোষের (Kunal Ghosh)।