Rath Yatra 2024: রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত রথযাত্রা। ABP Ananda Live

West Bengal News: রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত রথযাত্রা। মাহেশ, গুপ্তীপাড়া থেকে মায়াপুর, মহিষাদল - সর্বত্রই ভক্তদের ঢল। পাঁপড় আর জিলিপিতে জমজমাট রথের মেলা। 

রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম....রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত রথযাত্রা। ইস্কনের রথযাত্রা উপলক্ষ্যে নদিয়ার মায়াপুরে ভক্তদের উপচে পড়া ভিড়। হাজির দেশ-বিদেশের পর্যটকরা। ইসকনের রথযাত্রাকে ঘিরে মাতোয়ারা বাঁকুড়া শহরও। সকালে লালবাজার থেকে ইসকনের রথ বের হয়। রথ শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। ৬২৮ বছরে পড়ল হুগলির মাহেশের রথযাত্রা। আগে ছিল কাঠের রথ। লোহার রথ তৈরি হয় ১৩৬ বছর আগে। ১২৫ টন ওজনের এই রথের উচ্চতা ৫০ ফুট। পুরীতে কয়েক বছর অন্তর জগন্নাথের নবকলেবর হয়। কিন্তু মাহেশে ৬২৮ বছর ধরে একই বিগ্রহের পুজো হচ্ছে।

রথযাত্রা ঘিরে উৎসাহ ছিল হুগলির গুপ্তিপাড়ায়। সারা বছর জগন্নাথ দেব বৃন্দাবন জিউ মন্দিরে থাকেন। রথযাত্রায় মাসির বাড়ি যান। ১৭৪০ সালে এই রথ উৎসব শুরু করেন মধুসূদানন্দ মতান্তরে পিতাম্বরানন্দ।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola