Ananda Sakal II: সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রীর ট্যুইট ও অন্য খবর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Jan 2021 10:13 AM (IST)
আসন্ন বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইসঙ্গে দাঁড়াতে পারেন ভবানীপুর কেন্দ্রেও। নন্দীগ্রাম (Nandigram) থেকে নিজেই ঘোষণা করলেন তৃণমূল নেত্রী। মাননীয়াকে যদি হারাতে না পারি, রাজনীতি ছেড়ে দেব। কলকাতা থেকে পাল্টা হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। বিধানসভা ভোটের মুখে চমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর গড়ে দাঁড়িয়ে তাঁকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। দক্ষিণ কলকাতায় তৃণমূলের গড়ে দাঁড়িয়ে পাল্টা চ্যালেঞ্জ দিলেন শুভেন্দু। মমতার মাস্টারস্ট্রোক না ভুল সিদ্ধান্ত, তা ভোটের ফলেই বোঝা যাবে। অন্যদিকে ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কালও পারদ কিছুটা উঠবে। পাশাপাশি কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রীর ট্যুইট।