Ananda Sakal II: কলকাতায় বিলিতি স্ট্রেন বাড়াচ্ছে উদ্বেগ, কলকাতা মেডিক্যালে ভর্তি আক্রান্ত যুবক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Dec 2020 11:57 AM (IST)
করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের ধাক্কায় থরহরিকম্প ব্রিটেন। সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। উদ্বেগ বাড়িয়ে এবার করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের খোঁজ মিলল এই রাজ্যেও। কলকাতায় শনাক্ত হলেন নতুন প্রজাতির করোনা আক্রান্ত রোগী। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ২০ ডিসেম্বর ব্রিটেন থেকে ফেরেন ওই যুবক। আপাতত কলকাতা মেডিক্যালের আইসোলেশন রয়েছেন উপসর্গহীন ওই যুবক। সংক্রমিতের সহযাত্রী ২২২ জনেরই করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে আরও খবর, তরুণের সহযাত্রী ওই বিমানের কর্মীরা ছাড়াও যারা তার সংস্পর্শে এসেছেন, তাদের তালিকা তৈরির চেষ্টা চলছে। অন্যদিকে এবার ই-টিকিট বুকিংয়ের ব্যবস্থা আরও আধুনিক। আজই চালু হচ্ছে IRCTC-র ওয়েবসাইট। যেখান থেকে ১ মিনিটে বুক করা যাবে ১০ হাজার টিকিট। আজ দুপুর ১২টা নাগাদ এই পরিষেবার ওয়েবসাইট উদ্বোধন করবেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল। রেলমন্ত্রকের দাবি, এই ব্যবস্থার মাধ্যমে টিকিট বুকিং আরও আধুনিক এবং সহজ হয়ে যাবে।