WB Election 2021: হাইকোর্টের ভর্ৎসনার পরে হুঁশ ফিরল কমিশনের, রোড শো, পদযাত্রায় নিষেধাজ্ঞা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভাঙড়ে ফের তৃণমূল (TMC) ও আইএসএফ (ISF) সংঘর্ষ। আহত দু’দলের ৩ জন। পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল ও আইএসএফের। ঘটনার পরে পুলিশ পিকেট বসানো হয়েছে এলাকায়। দুই পক্ষই ভাঙড় থানায় অভিযোগ দায়ের করেছে। এদিকে হাইকোর্টের (Calcutta High Court) ভর্ৎসনার পর নড়েচড়ে বসে বেশ কিছু নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন (Election Commission)। যাবতীয় রোড শো, পদযাত্রায় জারি করা হল নিষেধাজ্ঞা। করা যাবে না বাইক, সাইকেল র্যালিও। সামাজিক দূরত্ব (Social Distance) মেনে সর্বোচ্চ ৫০০ জনকে নিয়ে সভায় অনুমতি। পরবর্তী সমস্ত সভা বাতিল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভারতে একদিনে করোনা (Corona) আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছাড়াল। আজ থেকেই কমিশনের নিষেধাজ্ঞা কার্যকর। পাশাপাশি, গরু পাচারকাণ্ডে (Cattle Smuggling Case) ফেরার যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র (Vinay Mishra) আইনি রক্ষাকবচ পেলেন। কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) গতকাল এক নির্দেশিকায় বলেছে, আগামী ৩ মে সিবিআইয়ের (CBI) সামনে হাজিরা দিতে হবে বিনয়কে। তবে তাঁকে গ্রেফতার করতে পারবে না সিবিআই।