Ananda Sakal II: 'টিভির পর্দায় কাকে টাকা নিতে দেখেছেন?' শুভেন্দুর আক্রমণের জবাব অভিষেকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Jan 2021 12:59 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
বিজেপিতে (BJP) যোগ দেওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গলায় প্রতিটি সভায় একটাই আক্রমণ বার বার উঠে এসেছে, 'তোলাবাজ ভাইপো হঠাও'। নাম না নিলেও ইঙ্গিত স্পষ্ট। আর এই প্রেক্ষাপটেই ফের একবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুভেন্দুকে নিশানা করে তিনি বলেন, 'টিভির পর্দায় কাকে টাকা নিতে দেখেছেন?' পাশাপাশি তাঁর চ্যালেঞ্জ, "আমার তোলাবাজি কেউ প্রমাণ করতে পারলে আমি মৃত্যুবরণ করব"। অন্যদিকে নিজেদের অবস্থানে এখনও অনড় কৃষকরা। আজ আবারও কৃষকদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র। গতকাল রাজধানীর রাস্তায় ট্রাক্টর মিছিল করেন কৃষকরা। এই মিছিল ২৬ জানুয়ারি প্রস্তাবিত ট্রাক্টর র্যালির মহড়া বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। ৪৪ দিনে পা দিল দিল্লির কৃষক আন্দোলন।