Hooghly News: দ্বিতীয় হুগলি সেতুতে বেনজির সংঘাতে রাজ্যের মন্ত্রী-বিজেপি সাংসদ ! | ABP Ananda LIVE

ABP Ananda LIVE : দ্বিতীয় হুগলি সেতুতে বেনজির সংঘাতে রাজ্যের মন্ত্রী-বিজেপি সাংসদ!দ্বিতীয় হুগলি সেতুতেই উত্তপ্ত বাদানুবাদ, গালিগালাজ, হামলার অভিযোগ!'নিয়ম ভেঙে বেপরোয়া গতিতে যাচ্ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ি'। প্রতিবাদ করায় গাড়ি থেকেই অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগ। তমলুকের বিজেপি সাংসদের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রীর। পাল্টা বাবুলের বিরুদ্ধে চড়াও হওয়ার অভিযোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বাবুলের বিরুদ্ধে গালিগালাজ, হামলারও অভিযোগ তমলুকের বিজেপি সাংসদের। মন্ত্রী-বিজেপি সাংসদের সংঘাতে দীর্ঘক্ষণ দ্বিতীয় হুগলি সেতুতে যানজট।

আরও খবর...

মালদায় তাড়া করে তৃণমূল নেতাকে খুনে এখনও রহস্য। কেন খুন? মাস্টারমাইন্ড কে? ৫জনের গ্রেফতারির পরেও রহস্য। তৃণমূল নেতা দুলাল সরকার খুনে আরও ২জন গ্রেফতার। দুষ্কৃতীদের গুলিতে ঝাঝরা তৃণমূল নেতা, ২দিন পরেও ধোঁয়াশা। তৃণমূল নেতার বাড়ির কাছেই ধৃত অমিত রজকের বাড়ি 
আরেক অভিযুক্ত অভিজিৎ ঘোষের বাড়ি ইংরেজবাজারে। ধৃতরা আততায়ীদের থাকা, বাইকের ব্যবস্থা করেছিল বলে অভিযোগ। 'হামলার পরে কীভাবে চম্পট, তাও ঠিক করে দিয়েছিল অভিজিৎ-অমিত', খুনে ব্যবহৃত অস্ত্র লোপাটেও সাহায্য করেছিল ২জন, দাবি পুলিশের। কিন্তু কেন খুন? নেপথ্যে কার হাত? গোষ্ঠীদ্বন্দ্ব হলে, কাদের সঙ্গে? মালদায় বাড়ির কাছেই তৃণমূলকে নেতাকে তাড়া করে খুনে এখনও রহস্য। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola