Ananda Sakal II: 'ভাবছেন মমতা ঘরের মেয়ে, প্রতিবাদ করে না, যা খুশি বলবেন? শেষে আমিই জিতব'...BJP র চ্যালেঞ্জের সামনে প্রত্যয়ী মমতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Dec 2020 11:00 AM (IST)
জানুয়ারি মাসে শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন কাঁথি থেকে তৃণমূল নেত্রীর পাল্টা সভার ঘোষণা করেছেন শুভেন্দু (Suvendu Adhikari)। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন জিতবেন তাঁরাই, তখন পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। কাঁথির কুরুক্ষেত্রে শক্তি প্রদর্শনের সমাবেশ। বিজেপির কর্মসূচিতে Target 200-র চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। উল্টোদিকে শুভেন্দুর গড় কাঁথি থেকে ১৪০ কিমি দূরে বসে আত্মবিশ্বাসের সুর তৃণমূল নেত্রীর গলায়। অন্যদিকে আজ কলকাতার পাশাপাশি চন্দননগরে সমারোহে পালন হচ্ছে বড়দিন। সেক্রেড হার্ট চার্চে আসছেন দর্শনার্থীরা। শুরু হয়েছে সকালের প্রার্থনা। এখানে প্রতি বছর বড় করে বড়দিন পালন করা হবে। এই চার্চের একটি বিশেষত্ব যে এই চার্চে ক্যারল হয় বাংলাতে। চার্চের বাইরেও সুন্দর করে সাজানো হয়েছে। সকাল থেকেই আসতে শুরু করেছেন দর্শনার্থীরা। সব মিলিয়ে উৎসবের আবহ চার্চ প্রাঙ্গণে।