Ananda Sakal II: 'পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ', জমি বিতর্কের প্রেক্ষিতে মমতাকে চিঠি অমর্ত্য সেনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Dec 2020 10:54 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়ির জমি নিয়ে বিতর্ক ঘিরে রাজনৈতিক তরজার পারদ চড়ছে। এই প্রেক্ষাপটে তাঁর পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানিয়ে, মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। অন্যদিকে ফের পূর্ব মেদিনীপুরে তৃণমূলে ভাঙন। এবার দল ছাড়লেন হলদিয়া উন্নয়ন ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা জেলা পরিষদ সদস্য সোমনাথ ভুঁইয়া। ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়ার কথা বললেও, তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে ইঙ্গিতও দিয়েছেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এই নেতা। পাশাপাশি বিজেপিতে যোগদানের পর প্রথমবার জঙ্গলমহলে গিয়ে ফের তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী। সুর চড়িয়ে পাল্টা জবাব দিল তৃণমূলও। সোমবার ঝাড়গ্রামে আসার পথে বাইক মিছিল করেন শুভেন্দু অধিকারী। তাঁর যাত্রাপথের দু'জায়গায় বিক্ষোভ দেখায় তৃণমূল। প্রথমে গোপীবল্লভপুরে গাড়ির সামনে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল কর্মীরা। তারপর পুরাতন ঝাড়গ্রামেও তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু অধিকারী।