West Bengal News: সিবিআই তদন্ত নিয়ে সেটিংয়ের অভিযোগ খোদ বিজেপির অন্দরমহল থেকেই ! | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: সিবিআই তদন্ত নিয়ে সেটিংয়ের অভিযোগ এবার উঠল, খোদ বিজেপির অন্দরমহল থেকেই! ভোট পরবর্তী সন্ত্রাসে খুন হওয়া, কাঁকুড়গাছির বিজেপি কর্মী, অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার, খুনে অভিযুক্ত তৃণমূলের লোকজনের সঙ্গে সিবিআইয়ের আঁতাঁতের অভিযোগ তুললেন। বিস্ফোরক অভিযোগ নিয়ে কোর্টে যাওয়ারও চিন্তাভাবনা করছে পরিবার।
আরও খবর...
এখনও বিচার পায়নি নিহত তরুণী চিকিৎসকের পরিবার। এই প্রেক্ষাপটে এবার নতুন করে রহস্য বাড়াল সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবোরেটরির বা CFSL-এর রিপোর্ট। সূত্রের দাবি, এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে তরুণী চিকিৎসক ম্যাট্রেসে শুয়ে ছিলেন বলে জানা গেছে। যদিও, তিনি আততায়ীকে বাধা দিয়েছিলেন বা তাদের মধ্যে ধস্তাধস্তি হয়েছিল, এমন কোনও প্রমাণ কাঠের পাটাতন, ম্যাট্রেসে বা সেমিনার হলের অন্যত্র মেলেনি। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুনের ঘটনা অন্য কোথাও ঘটেছিল? অন্য কোথাও ধর্ষণ-খুনের পর সেমিনার হলে এনে রাখা হয় দেহ? নাকি ঘটনার পর সেমিনার হল থেকে তথ্য প্রমাণ লোপাট করা হয়?