সল্টলেকে অভিজাত বাড়ির ছাদে উদ্ধার নিখোঁজ যুবকের কঙ্কাল, আটক মা ও ভাই, সঙ্গে অন্য খবর Ananda Sakal II- এ
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরণক্ষেত্র ডায়মন্ড হারবার। ইটবৃষ্টি, গাড়ি ভাঙচুর। তারই মধ্যে ২০২১-র বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে কাজের খতিয়ান অর্থাৎ কাজের রিপোর্টকার্ড পেশ করলেন TMC-র মন্ত্রীরা। তৃণমূলের তরফে জানানো হয়েছে, ২০১০ পর্যন্ত রাজ্য কী অবস্থায় ছিল আর ২০২০-তে কোন জায়গায় পৌঁছেছে, সেটাই তুলে ধরা হয়েছে এই রিপোর্ট কার্ডে। শুক্রবার থেকেই বাড়ি বাড়ি রিপোর্ট কার্ড পৌঁছে দেওয়ার কাজ শুরু হবে।
ফের কঙ্কাল কাণ্ড ঘিরে শহরে চাঞ্চল্য। এবার সল্টলেকে বাড়ির ছাদ থেকে মিলল কঙ্কাল। বড় ছেলে নিখোঁজ বলে থানায় ডায়রি করেছিলেন গৃহকর্তা। পুলিশের কাছে প্রাথমিক অভিযোগের পর তদন্ত শুরু হয়। বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করে পরিবারের সদস্যদের নিয়ে সল্টলেকের বাড়িতে তল্লাশি চালায় বিধান নগর পূর্ব থানার পুলিশ। তল্লাশির সময় ছাদ থেকে কঙ্কাল উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া কঙ্কালটি বাড়ির বড় ছেলের, এমনটাই ধারণা পুলিশের। ইতিমধ্যেই মৃতের মা ও ভাইকে আটক করেছে পুলিশ।
JP Nadda-র বঙ্গ সফরের পর এবার রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah। চলতি মাসের ১৯ এবং ২০ তারিখ রাজ্যে আসছেন অমিত শাহ, খবর বিজেপি সূত্রে।