নন্দীগ্রামে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ তৃণমূল, কী অভিযোগ? দেখুন Ananda Sakal II - এ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Jan 2021 11:36 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম (Nandigram)। বুধবার রাতে তৃণমূল (TMC) কর্মীদের বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয় আর এই ঘটনায় পুলিশের দিকেই আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস। গত মঙ্গলবার শুভেন্দু অধিকারীর সভায় যাওয়ার পথে নন্দীগ্রামে বিজেপি (BJP) কর্মীদের তিনটি বাসে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় ১৭ জন তৃণমূল নেতা কর্মীর নাম FIR দায়ের হয়েছে। বুধবার রাতে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালায় পুলিশ। তৃণমূলের অভিযোগ, তখনই পুলিশ ও বিজেপির লোকজন একাধিক বাড়িতে তাণ্ডব চালায়। অন্যদিকে রাজ্য সরকার এবং অধিকারী পরিবারের সংঘাতের জল এবার গড়াল হাইকোর্ট পর্যন্ত। কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে তাঁর অপসারণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় সামান্য নামবে পারদ। রবিবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।