Bangladesh : সন্ন্যাসী গ্রেফতার, হিনদু-সহ সংখ্যালঘুদের উপর লাগাতার হামলা। ফের কড়া বার্তা ভারতের

Continues below advertisement

ABP Ananda LIVE : সন্ন্যাসী গ্রেফতার, হিনদু-সহ সংখ্যালঘুদের উপর লাগাতার হামলা। সবার সুরক্ষায় দায়িত্ব মনে করিয়ে ফের ইউনূস সরকারকে কড়া বার্তা ভারতের। বাংলাদেশে সন্ন্যাসীর বিরুদ্ধে দেশদ্রোহের মামলা, হিন্দুদের উপর হামলা। তীব্র প্রতিবাদ ইসকনের। ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে কোর্টে ধাক্কা খেয়েও চাপ বাড়াচ্ছে কট্টরপন্থীরা। ব্যক্তি-সংগঠন এক নয় বলেও, ইসকনের সঙ্গে যুক্তদের অ্যাকাউন্ট ফ্রিজ করল সরকার। আইনজীবী খুনেও জড়িয়ে দেওয়ার চেষ্টা। চক্রান্তের অভিযোগে পাল্টা মুখ খুলল বাংলাদেশ ইসকন। হিন্দুদের উপর হামলায় নিষ্ক্রিয়, কলকাতায় ডেপুটি হাইকমিশনের সামনে। হিংসাকে সমর্থন নয় বলে সুরক্ষায় দিল্লির হস্তক্ষেপ দাবি। মুখ্যমন্ত্রীর ক্ষোভের পরে শোকজের জবাব দিয়েও হুমায়ুন আছেন হুমায়ুনেই। হুমায়ুন-কাণ্ডের মধ্যেই বিতর্কে তৃণমূলের ২ সাংসদ। অনুমতি ছাড়াই বাংলাদেশ নিয়ে মুলতুবি প্রস্তাব আনার চেষ্টা সৌগতর। লাস্ট বেঞ্চে বসতে চেয়ারম্যানকে চিঠি সুখেনদুর।  বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনে মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের বেনজির লড়াই। সভাপতি পদের নির্বাচনে হার বাবুনের, জিতলেন অজিত গোষ্ঠীর চন্দন রায়চৌধুরী। মানিক-জীবন-অর্পিতার পরে এবার কুন্তল। নিয়োগ দুর্নীতি-মামলায় ২ বছর পর সিবিআইয়ের মামলাতেও সুপ্রিম কোর্টের জামিন। কী শর্তে, ঠিক করবে নিম্ন কোর্ট। কলেজের কাছেই দেদার উত্তরপত্র বিলি! ফার্মাসিস্টের পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে আরামবাগে তুলকালাম। দালালদের আটকে বিক্ষোভ। এবার রূপশ্রী প্রকল্পেও দু্র্নীতি? বীরভূমে বিবাহিতাদেরও টাকা পাইয়ে দিতে অবিবাহিত শংসাপত্র দেওয়ার অভিযোগ। অভিযুক্ত খোদ তৃণমূলের পঞ্চায়েত প্রধান!  ইউপিআইয়ের মাধ্যমেও ঘুষ নিতেন আশিস পাণ্ডে। আর জি কর-দুর্নীতিকাণ্ডের প্রথম চার্জশিটে বিস্ফোরক সিবিআই। তালিকায় সন্দীপ-সহ ৫জনের নাম। শীতের শুরুতে আরও ভয় দেখাচ্ছে ডেঙ্গি। ২দিনে গড়িয়ার বাসিন্দা স্বাস্থ্যকর্মী-সহ ৩জনের মৃত্যু। ৭দিনে নতুন করে রাজ্যে হাজারের বেশি আক্রান্ত। শিলিগুড়ির দেশবনধু পাড়ার দাদাভাই স্পোর্টিং ক্লাব ময়দানে শুরু হয়েছে উত্তরের খাইবার পাস। চলবে আগামী রবিবার পর্যন্ত।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram