Ananda Sakal II: কুলতলির সভা থেকে অভিষেকের হুঙ্কার, বাস ধর্মঘটে অনড় মালিক সংগঠনগুলো
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Jan 2021 10:30 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
২০১১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলনেত্রী (Mamata Banerjee) স্লোগান তুলেছিলেন, 'বদলা নয় বদল চাই'। ১০ বছর পর আরেকটি বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর গলাতে এবার বদলার সুর। বিজেপি (BJP) যখন তৃণমূলকে 'পিসি ভাইপোর পার্টি' বলে কটাক্ষ করে বাংলায় পরিবর্তনের কথা বলছে, তখন কুলতলির সভা থেকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপিতে (BJP) যোগ দেওয়ার পর তৃণমূলে (TMC) ক্ষমতা বণ্টন নিয়ে বারবার সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার বিজেপি নেতার বিরুদ্ধে সমবায় ব্যাঙ্কের শীর্ষপদ আঁকড়ে রাখার অভিযোগ তুলল তৃণমূল। এদিকে আগামী ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি রাজ্যে বাস ও মিনিবাস ধর্মঘটের (Bus Strike) ডাক দিয়েছে একাধিক বাস মালিক সংগঠন। জ্বালানির ওপরে জিএসটি বসানো, ভাড়া বৃদ্ধি-সহ একাধিক দাবিতে ধর্মঘটের ডাক। এর মধ্যে রবিবারও অধরা রইল রফাসূত্র। ৭২ ঘণ্টা বাস ধর্মঘটের সিদ্ধন্তে অনড় মালিকরা।