Ananda Sakal II: 'কী বলব কী বলব না', দলে আসা তারকাদের ক্লাস নিচ্ছে তৃণমূল
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনজরে বাংলার মসনদ। সেই লক্ষ্যেই আগামী ৭ মার্চ ব্রিগেডে সভা করবেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। সেদিনই শিলিগুড়িতে (Siliguri) তৃণমূল নেত্রীর (Mamata Banerjee) পদযাত্রা। সূত্রের দাবি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডাকে (JP Nadda) দিয়ে অন্তত ১৬০টি সভা করানোর পরিকল্পনা করেছে বিজেপি। তৃণমূলের দাবি, এসব করে লাভ হবে না বিজেপির! অন্যদিকে ভরা ক্লাসরুম। শিক্ষার্থীর ভূমিকায় সায়ন্তিকা (Sayantika Banerjee), মানালি, রণিতা, রাজ চক্রবর্তীরা (Raj Chakraborty)। শিক্ষক হিসেবে ক্লাস নিতে উপস্থিত ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien)। ভূমিকা বদলে কখনও মাস্টারমশাই হলেন রাজ চক্রবর্তী। জোর কদমে চলছে পাঠদান। সারাদিন পরিচালকের নির্দেশ মেনে চলা টালিগঞ্জের অভিনেত্রীরা এখানে যেন এক একজন বাধ্য ছাত্রী। বুধবার তৃণমূল ভবনে ধরা পড়ল এমনই অভিনব ছবি। দলে যোগ দেওয়া তারকাদের এভাবেই রাজনৈতিক প্রশিক্ষণ দিল তৃণমূল নেতৃত্ব। এদিকে গোর্খা জনমুক্তি মোর্চার নেতা (Gorkha Janmukti Morcha) গ্রেফতার। সিকিম থেকে সেখানকার পুলিশ গ্রেফতার করেছে গোর্খা জনমুক্তি মোর্চার নেতা লোপসাং লামাকে (Lobsang Lama)। এই লোপসাং লামা বিমল গুরুঙ্গ (Bimal Gurung) গোষ্ঠীর নেতা। কালিম্পং আসন থেকে তাঁর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা ছিল। পকসো আইনে তাঁকে গ্রেফতার করা হয়েছে।