ABP News

Mamata Banerjee: 'দিল্লিতে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনা হৃদয় বিদারক',পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের

Continues below advertisement

ABP Ananda LIVE: 'দিল্লিতে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনা হৃদয় বিদারক' । 'এই হৃদয় বিদারক ঘটনা দেখিয়ে দিল, যথাযথ পরিকল্পনা ও ব্যবস্থাপনা কতটা জরুরি' । কুম্ভগামী পুণ্যার্থীদের সব সুযোগ সুবিধা দেওয়া উচিত, পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের

পঞ্চসায়রে EM বাইপাসের ওপর অভিজাত উপহার আবাসনের পানীয় জলে মিলল ই-কোলাই ব্য়াক্টেরিয়া

পঞ্চসায়রে EM বাইপাসের ওপর অভিজাত উপহার আবাসনের পানীয় জলে মিলল ই-কোলাই ব্য়াক্টেরিয়া। যা শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে। আবাসিকদের বক্তব্য়, বাসিন্দাদের মধ্য়ে কয়েকজনের পেটের সংক্রমণ হয়। এরপরই জলের নমুনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন তারা। তারপরই এই ভয়ঙ্কর তথ্য় সামনে আসে।

বজবজে গুলি-বোমা, গ্রেফতার আরও ২। ৪৩ জনের বিরুদ্ধে FIR হলে এখনও অধরা বাকি অভিযুক্তরা। সিন্ডিকেটের লড়াই বজবজে গুলি-বোমা, ধৃত বেড়ে ১০। ইমারতি দ্রব্যের সরবরাহের বরাত নিয়ে তৃণমূলের ২ গোষ্ঠীর লড়াই! তৃণমূল কাউন্সিলরের সঙ্গে উত্তর রায়পুর পঞ্চায়েত প্রধানের স্বামীর বিবাদ! বোমা-গুলির লড়াই, FIR-এ তৃণমূলের ৩ পঞ্চায়েত সদস্য। কাউন্সিলরের সঙ্গে সংঘাতের অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের স্বামীর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram