বাংলার সঙ্গে আত্মিক যোগ নেই, আক্রমণ তৃণমূলের, কারও সার্টিফিকেট চাই না পাল্টা বিজেপি, তুঙ্গে বহিরাগত তরজা, দেখুন Ananda Sakal II
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Dec 2020 11:18 AM (IST)
একুশের ভোটে বাঙালি আবেগকে হাতিয়ার তৃণমূলের। বাংলার সঙ্গে আত্মিক যোগ নেই বিজেপির। আক্রমণ শাসক দলের। বাংলার কাছের বলেই লোকসভায় ১৮টি আসন। পাল্টা জবাব দিলীপের। তাৎপর্যপূর্ণভাবে বাংলা সংস্কৃতি নিয়ে মুখ খুলেছেন রাজ্যপাল।
সাতগাছিয়ার সভা থেকে দিলীপ ঘোষকে গুন্ডা বলে আক্রমণ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস দিলীপের। আরএসএস থেকে উঠে আসা দিলীপকে গুন্ডামিই মানায়। খোঁচা তৃণমূলের।
ভাইপোর পর এবার খোকাবাবু। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোকাবাবু বলে কটাক্ষ দিলীপ ঘোষের। দিলীপকে দুধবাবু বললে ঠিক হবে? বিদ্রুপ তৃণমূলের।