বড়দিন থেকে শুরু করে উৎসবের মরসুমে চলবে শীতের দাপট, দেখুন Ananda Sakal II
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Dec 2020 03:30 PM (IST)
রাজ্যে এসে বাংলার আর্থিক অবস্থা নিয়ে আক্রমণ শানিয়েছিলেন অমিত শাহ। মঙ্গলবার তার জবাবে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে আসা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণের তথ্য তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও এই তথ্য ভুল বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে ফের শুভেন্দু অধিকারীকে নিয়ে কটাক্ষ করলেন অখিল গিরি। শুভেন্দু তৃণমূল ছাড়ায় দলের শ্রীবৃদ্ধি হচ্ছে বলে মন্তব্য তাঁর। রামনগরের আসন ধরে রাখতে পারবেন তো? অখিল গিরিকে পাল্টা কটাক্ষ ছুড়লেন শুভেন্দু কনিষ্ক পণ্ডা। 'হয়তো একনায়কতন্ত্র ছিল', কটাক্ষ অখিল গিরির। পাশাপাশি আজও রয়েছে শীতের দাপট। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া সূত্রে খবর, ডিসেম্বরে শেষ পর্যন্ত বজায় থাকবে এই শীতের দাপট। আজ রাজ্যের সর্বত্রই স্বাভাবিকের নিচে রয়েছে তাপমাত্রা। কোথাও স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে আবার কোথাও ২-৩ ডিগ্রি। দিল্লিতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি।