Ananda Sakal II: পাহাড়কে টেক্কা সমতলের, পানাগড়ে তাপমাত্রা কমে ৫ ডিগ্রি সেলসিয়াস, 'রেকর্ড' বলছে আবহাওয়া অফিস
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্যে দেখা দিয়েছে শৈত্য প্রবাহের পরিস্থিতি। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে কনকনে ঠাণ্ডা অনুভব হচ্ছে, উত্তরবঙ্গেও পারদপতন তুঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আরও কয়েকদিন এই পরিস্থিতি থাকবে। তবে রেকর্ড গড়ে পানাগড়ে গতকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস, যা কিছু ক্ষেত্রে উত্তরবঙ্গের জেলাগুলির থেকেও কম। কলকাতায় আজকের তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস, এখনও পর্যন্ত যা শীতলতম দিন। বড়দিনের সময়ও শীতের পরিস্থিতি বজায় থাকবে। আসানসোল-দুর্গাপুরে তাপমাত্রা ৮-৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।
অন্যদিকে কাটোয়ায় পতাকা লাগানো নিয়ে উত্তেজনা। TMC ও BJP-র মধ্যে বচসা। আর এই বচসা থেকেই শুরু হয়ে যায় হাতাহাতি। বিজেপির অভিযোগ, গতকাল রাতে দিলীপ ঘোষের সভা উপলক্ষে পতাকা লাগাচ্ছিলেন বিজেপি কর্মীরা। তখন তৃণমূল কর্মীরা তাদের মারধর করে বলে অভিযোগ বিজেপির। আহত ৩ বিজেপি কর্মী-সমর্থক। পাশাপাশি বন্ধ হয়ে গেল টিটাগড়ের এম্পায়ার জুট মিল। আজ সকালে কর্তৃপক্ষ মিলের গেটে কাজ বন্ধের নোটিস ঝুলিয়ে দেন। এর ফলে প্রায় ২০০০ মানুষ কর্মহীন হয়ে পড়লেন।