Ananda Sakal III: রাজ্যের অন্তত ৪০টি আদিবাসী অধ্যুষিত বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, লক্ষ্য আদিবাসী ভোটব্যাঙ্ক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Dec 2020 11:31 AM (IST)
বাংলার বিধানসভা ভোটে অন্যতম বড় ফ্যাক্টর আদিবাসী ভোটব্যাঙ্ক। সেই সমীকরণের কথা মাথায় রেখে, একুশের বিধানসভা ভোটে নামার সিদ্ধান্ত নিল ঝাড়খণ্ডের শাসকদল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। সূত্রের খবর, উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে রাজ্যের অন্তত ৪০টি আদিবাসী প্রধান বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের দল। পাশাপাশি গাড়ুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন পঙ্কজ দাস। ইতিমধ্যেই তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি। ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় পদত্যাগ করার কথা জানিয়েছেন তিনি। পদ ছাড়লেও করলেও দল থেকে পদত্যাগ করছেন না তিনি। অন্যদিকে কলকাতায় ক্রিসমাসে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে অবশ্যই পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিট থেকে মল্লিকবাজার ৫টি বিভাগে বিভক্ত করা হয়েছে। কড়া নিরাপত্তার সঙ্গে করোনা পরিস্থিতি নিয়েও সতর্ক প্রশাসন।