Ananda Sakal III: আজ কলকাতার বিভিন্ন রুটে বন্ধ বাস পরিষেবা, সঙ্গে অন্য খবর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Dec 2020 03:21 PM (IST)
জ্বালানির দাম বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে না বাসের ভাড়া। এই পরিস্থিতিতে বাস লোকসানে চলছে, এই অভিযোগ করে আজ থেকে কলকাতায় বেশ কয়েকটি রুটে বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা। অন্যদিকে বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী। এবার শুভেন্দুর ওপর পাল্টা চাপ তৈরি করতে তাঁর জেলাতেই পদযাত্রা এবং সভা করতে চলেছে তৃণমূল। বুধবার কাঁথির এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও তৃণমূল সাংসদ সৌগত রায়। উপস্থিত থাকবেন অখিল গিরি। তবে শুভেন্দু অধিকারীর পরিবারের কেউ তৃণমূল সদস্য হওয়া সত্ত্বেও ডাক পাননি বলে অভিযোগ। পাশাপাশি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের পর এবার উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায় বিজেপির যোগদান মেলায় দলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠল।