Ananda Sakal III: আজ Jagadhatri Puja-র দশমী, বিসর্জনের যাত্রায় সংযত চন্দননগর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Nov 2020 11:07 AM (IST)
গত ৬ নভেম্বর বাঁকুড়ায় আদিবাসী পরিবারে মধ্যাহ্নভোজ সেরেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তা নিয়েই খাতড়ায় সভা থেকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। বললেন, পাঁচতারা হোটেল থেকে ভাত এনে দলিতের বাড়িতে খেয়েছেন! নিম্নরুচির রাজনীতির পরিচয়। পাল্টা বিঁধেছে বিজেপি। অন্যদিকে অমিত শাহের বাঁকুড়া সফরে মূর্তিতে মাল্যদান নিয়ে বিতর্ক হয়েছিল। বাঁকুড়ায় গিয়ে সেই বিতর্ক উস্কে দিলেন মুখ্যমন্ত্রী। অন্যের মূর্তিতে মালা দিয়ে বিরসা মুণ্ডাকে অপমান কেন? প্রশ্ন মমতার। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। বিরসা মুণ্ডার জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর। পাশাপাশি আজ Jagadhatri Puja-র দশমী। চন্দননগরে শুরু হয়ে গিয়েছে বিসর্জনের প্রস্তুতি৷ করোনা আবহে আলোর শোভাযাত্রা বন্ধ থাকলেও বিশাল প্রতিমা নিয়ে শোভাযাত্রা এবার অন্যতম আকর্ষণ।