Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাম-কংগ্রেসের সঙ্গে জোটে সামিল হতে চেয়ে চিঠি দিয়েছে আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট। এই নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বলেন, "আব্বাস সিদ্দিকির সঙ্গে যেতে চান বলে সনিয়া গাঁধীকে চিঠি লিখেছেন। বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আত্মবিশ্বাস ঠিক আছে।" অন্যদিকে গতকাল হলদিয়ায় মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে কটাক্ষ করেছেন অমিত মালব্য। এদিকে ইংল্যান্ডের চাপিয়ে দেওয়া পাহাড় প্রমাণ রানের সামনে আজ ফলো অন বাঁচানোই চ্যালেঞ্জ ভারতের সামনে। ফের একবার ম্যাচ বাঁচাতে রবিচন্দ্রণ আশ্বিন ও ওয়াশিংটন সুন্দরের ব্যাটের উপরেই ভরসা করতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। এই প্রতিবেদন প্রকাশ করার সময় ফলো অন বাঁচাতে ভারতের প্রয়োজন আরও ৮০ রান। ৫৮ রানে ব্যাট করছেন সুন্দর, অন্যদিকে আশ্বিনের ব্যাট থেকে এখনো পর্যন্ত এসেছে ২৪ রান।