' অমর্ত্য সেন জমিচোর', আক্রমণ দিলীপের, 'অশিক্ষিত' বললেন ব্রাত্য, আরও খবর দেখুন Ananda Sakal এ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Jan 2021 12:06 PM (IST)
আতসবাজির সোনালি আর নীল রোশনাইতে ঢাকা পড়ে সিডনি অপেরা হাউসের আকাশ। সিডনি অপেরা হাউসে বর্ষবরণের অঙ্গ হিসেবে প্রতি বারের মতো আতসবাজি পোড়ানো হলেও সেখানে জমায়েত নিষিদ্ধ করে প্রশাসন। বন্ধ দেশের অভ্যন্তরীণ সীমানাও। করোনা আবহে দিল্লি ও মুম্বইতে চেনা ছবি দেখা যায়নি। বর্ষবরণের রাতে দিল্লি ও মুম্বইতে সংক্রমণ ঠেকাতে জারি ছিল নাইট কার্ফু।
ডানকুনিতে দলীয় সভা থেকে ফের অমর্ত্য সেনের জমি প্রসঙ্গে বেলাগাম দিলীপ ঘোষ। বললেন, "অমর্ত্য সেনের বাড়ির অর্ধেক জমি দখল করা। সেই জমির কথা বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্বভারতীর জমি দখল করেছেন তিনি। আপনারা বলছেন বাঙালিকে অপমান? নোবেল প্রাইজ জিতেছেন যেই লোকটা, সেই লোকটাও জমিচোর? আজ সেটাও দেখতে হচ্ছে। তাকে নিয়ে আমরা গর্ব করব? যারা দুহাতে দেশটাকে লুটেছে, তাদের ছবি বাঙালির যুব সম্প্রদায়ের সামনে রাখবেন?", এপ্রসঙ্গে তৃণমূল বিধায়ক ব্রাত্য বসু বলেন, "অশিক্ষিত মানুষ শিক্ষিত মানুষকে অপমান করে আনন্দ পান।"
ডানকুনিতে দলীয় সভা থেকে ফের অমর্ত্য সেনের জমি প্রসঙ্গে বেলাগাম দিলীপ ঘোষ। বললেন, "অমর্ত্য সেনের বাড়ির অর্ধেক জমি দখল করা। সেই জমির কথা বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্বভারতীর জমি দখল করেছেন তিনি। আপনারা বলছেন বাঙালিকে অপমান? নোবেল প্রাইজ জিতেছেন যেই লোকটা, সেই লোকটাও জমিচোর? আজ সেটাও দেখতে হচ্ছে। তাকে নিয়ে আমরা গর্ব করব? যারা দুহাতে দেশটাকে লুটেছে, তাদের ছবি বাঙালির যুব সম্প্রদায়ের সামনে রাখবেন?", এপ্রসঙ্গে তৃণমূল বিধায়ক ব্রাত্য বসু বলেন, "অশিক্ষিত মানুষ শিক্ষিত মানুষকে অপমান করে আনন্দ পান।"