Ananda Sakal III: দক্ষিণেশ্বর বাস টার্মিনাস লাগোয়া গ্যারেজে বিধ্বংসী আগুনে পুড়ে মৃত ১, সঙ্গে আরও খবর
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপাহাড় থেকে তরাই-ডুয়ার্স কেঁপে উঠল আজ সকালে। ভুমিকম্পের উৎসস্থল অসমের শোণিতপুর। অসমের শোণিতপুরে ভূপৃষ্ঠের ১৭ কিমি নিচে এই কম্পন অনুভূত হয়েছে। অসমের বিভিন্ন জায়গায় কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। তরাই-ডুয়ার্সের পাঁচটি জেলার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদেও কম্পন অনুভূত হয়েছে। আজ সকালে যে কম্পন হয়েছে তা বাংলাকেও অনেকটাই নাড়িয়ে দিয়েছে। আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন স্থানীয়রা। এদিকে মহারাষ্ট্রের পালঘরের পর ঠাণের হাসপাতালে আগুন। এই ঘটনায় এখনও পর্যন্ত চারজন রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছে। কার্যত কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। ঠানের পুলিশ ও দমকল বিভাগ সূত্রে খবর, ২০ জন রোগীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে গভীর রাতে দক্ষিণেশ্বর (Dakshineswar) বাস টার্মিনাস লাগোয়া গ্যারেজে আগুন। মৃত ১। পুড়ে যায় বেশ কয়েকটি বাস। আগুনে ভস্মীভূত পুরো গ্যারেজ। নিহত ব্যক্তি ওই গ্যারেজেই কাজ করতেন এবং সেখানেই থাকতেন বলে জানা গেছে। তাঁর এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।