Ananda Sakal III: 'এক ঝাঁক বাঁদরের মধ্যে একা সিংহির মতো দাঁড়িয়ে রইলেন তিনি', ভিক্টোরিয়া-কাণ্ডে বিজেপিকে খোঁচা মহুয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Jan 2021 11:18 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী উদযাপনে সরকারি অনুষ্ঠান। মঞ্চে প্রধানমন্ত্রী, রাজ্যপাল। পোডিয়ামের দিকে যাচ্ছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) । ঠিক সেই মুহূর্তেই দর্শকাসন থেকে উঠল জয় শ্রীরাম ধ্বনি। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সেদিন আর বক্তব্য রাখেননি মুখ্যমন্ত্রী। ভোটমুখী বাংলায় এই নিয়ে তীব্র রাজনীতি শুরু হয়েছে। প্রতিবাদে পথে নেমেছে তৃণমূল। সুর চড়িয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ট্যুইট, 'এক ঝাঁক বাঁদরের মধ্যে একা সিংহির মতো দাঁড়িয়ে রইলেন তিনি'। 'রামের নাম শুনতে পায় না, তাঁর অন্তিম সময় এসে গেছে', পাল্টা আক্রমণ দিলীপ ঘোষের (Dilip Ghosh)। অন্যদিকে ভিক্টোরিয়ায় মুখ্যমন্ত্রীকে অপমান করার অভিযোগে একক প্রতিবাদে সামিল হলেন কবীর সুমন। শহরের দুই জায়গায় অহিংস পথে জানালেন নীরব প্রতিবাদ। এদিকে পশ্চিম মেদিনীপুরের সবংয়ে বোমাবাজির জেরে ভেস্তে গেল বিজেপির (BJP) কর্মী সম্মেলন। গতকাল সবং থানার মশাগ্রাম বুথে বিজেপির কর্মী সম্মেলন ছিল। বিজেপির অভিযোগ, সভার আয়োজন করার সময় তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরা এসে বোমাবাজি করে। এর জেরে সম্মেলন বন্ধ করে দেয় বিজেপি (BJP)। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে।