Ananda Sakal III: মাঝেরহাট ব্রিজ উদ্বোধনের পর দক্ষিণের মানুষের সুবিধা, উত্তরের দুর্ভোগ মিটবে কবে?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ দুই মেদিনীপুরের তিনটি জায়গায় শুভেন্দু অধিকারীর কর্মসূচি।
কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান করার কথা ছিল প্রাক্তন পরিবহন মন্ত্রীর। তবে সেই সভায় উপস্থিত হননি শুভেন্দু অধিকারী।
অন্যদিকে তমলুক হ্যামিল্টন স্কুলে তৈরি হয়েছে মঞ্চ। এখানে শুভেন্দু অধিকারীকে 'বাংলার জনসেবক' আখ্যা দেওয়া হয়েছে।
আজ মুখ্যমন্ত্রী Mamata Banerjee বিকাল ৫টার সময় নতুন করে নির্মিত মাঝেরহাট ব্রিজের উদ্বোধন করবেন। ইতিমধ্যে ব্রিজের উপর দিয়ে ট্রায়াল রান হয়ে গিয়েছে। আগে Majerhat Bridge-এর বহন ক্ষমতা ছিল ১৫০টন। নতুন ব্রিজের বহন ক্ষমতা প্রায় ৩৫০ টনের কাছাকাছি। এদিকে উত্তর কলকাতার টালা ব্রিজ (Tala Bridge) কবে থেকে খুলবে, সেই নিয়ে উঠছে প্রশ্ন।
কোনও জটিলতা না তৈরি হলে ২০২২-এর মাঝামাঝি এই ব্রিজ তৈরি হয়ে যেতে পারে, এমনটাই পূর্ত দফতরের আশা।