Ananda Sakal III: ছোট আঙারিয়া দিবসে ‘কাছাকাছি’ সভা প্রতিপক্ষ TMC-BJP-র, রাজ্যের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের হুমকি Dilip-এর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Jan 2021 11:33 AM (IST)
বিধানসভার অধিবেশন ডাকতে হলে অনেক ভেবেচিন্তে ডাকুন। বাম-কংগ্রেস আগেই অনাস্থা প্রস্তাবের (No-confidence motion) কথা বলেছে। আমরাও অনাস্থা প্রস্তাব আনতে পারি। হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (BJP State President Dilip Ghosh)। উনি তো নিয়মকানুন কিছুই জানেন না। বিধানসভায় (West Bengal Assembly) একটা নির্দিষ্ট সংখ্যা না থাকলে অনাস্থা প্রস্তাব আনা যায় না। এক যদি কংগ্রেস-সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে করতে পারে, কটাক্ষ সৌগত রায়ের (Saugata Roy)। অন্যদিকে ছোট আঙারিয়া দিবসে (Choto Angaria Diwas) কার্যত সম্মুখ সমরে নামল তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)। সোমবার একই সময়ে ২০ কিলোমিটারের ব্যবধানে দুই দলের সভা ঘিরে সরগরম হয়ে উঠল গড়বেতা (Garbeta)। পাশাপাশি উডল্যান্ডসে পৌঁছলেন দেবী শেঠি (Devi Shetty)। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড দেখবেন তিনি। বৈঠক মেডিক্যাল বোর্ডের সঙ্গে। দেবী শেঠির পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ। আজ না কাল, হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত তারপর।